ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুয়ার সরঞ্জামসহ ১৬ জন আটক

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুয়ার সরঞ্জামসহ ১৬ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলওয়ে ক্লাবে চলমান জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড থেকে প্রায় ২৫ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়।

বুধবার রাত ৮টার দিকে আখাউড়া থানা পুলিশ এ অভিযান চালায়।

থানা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের রেলওয়ে জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটি জুয়ার আসর চলে আসছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। রাত ৮টার দিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ রেলওয়ে জংশন স্টেশনের লাল হোসেন ইনস্টিটিউটে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ১৭টি ব্যবহৃত মুঠোফোন, জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়া খেলা অবস্থায় ১৬ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ বলেন, আটক ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়