ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেপ্তার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থা নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর সদস্যরা।

বুধবার দিবাগত রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে আবদুল কাদির চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করা হয়। কাদির ওই গ্রামের মৃত বশির উদ্দিন চৌধুরী ওরফে অলিদ মিয়া চৌধুরীর ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কাদির দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক অপপ্রচার ছড়াচ্ছিলেন। পাশাপাশি  রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থা সম্পর্কে কটূক্তি করে স্ট্যাটাস প্রচার করছিলেন।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ বৃহস্পতিবার তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়