ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আবরারের খুনিদের বিচার হবে’

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আবরারের খুনিদের বিচার হবে’

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচার বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আবরারের খুনিদের বিচার হবে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, তারা যে সংগঠনেরই হোক না কেন, তাদের অবশ্যই বিচার হবে।’

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীতে নবনির্মিত ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব সময় আন্তরিক। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে ওইসব অঞ্চলের মানুষের মামলাগুলো আরো দ্রুত নিস্পতি হবে। ’


নোয়াখালী/মাওলা সুজন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়