ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় নিলিফা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড  দেয়া হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতৈর গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ রব হাওয়ালাদার এ রায় দেন। সে সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বৎসর সশ্রম কারাদণ্ডের বিধান দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। সে সময় পলিথিনে মোড়ানো ৪৫ গ্রাম হেরোইনসহ নিলিফা বেগমকে আটক করে বিজিবি।

বিজিবি কয়া ক্যাম্পের হাবিলদার জিয়াউর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ‌্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।


জয়পুরহাট/শামীম কাদির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়