ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় মেডিকেল কোচিং ‘থ্রি ডক্টরসে’ তল্লাশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় মেডিকেল কোচিং ‘থ্রি ডক্টরসে’ তল্লাশি

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগসাজশে প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন অভিযোগে আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ‘থ্রি ডক্টরস’ খুলনা শাখায় তল্লাশি চালিয়েছে খুলনা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ফুল মার্কেট সংলগ্ন জাহান মঞ্জিলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কোচিংটির পরিচালক ডা. ইউনুস খান তারিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

অভিযানকালে থ্রি ডক্টরস অফিসের সিসি ক্যামেরার ফুটেজ এবং কম্পিউটারের হার্ডিস্ক জব্দ করা হয়। একই সময় একই ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞান প্রযুক্তি লাইব্রেরি অফিসেও অভিযান চালানো হয়। এই অফিসও থ্রি ডক্টরসের নিয়ন্ত্রণে ডা. রানা পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন বলেন, আগামীকাল শুক্রবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে থ্রি ডক্টরস খোলা রেখে পরিচালক শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চালাচ্ছেন।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়