ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউপি চেয়ারম্যান মনফর ১০ দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউপি চেয়ারম্যান মনফর ১০ দিন রিমান্ডে

সিলেট সদর উপজেলার আলোচিত মনফর বাহিনীর প্রধান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনফর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৪ এ শুনানি শেষে অস্ত্র, চাঁদাবাজি ও পুলিশ এ্সল্টের তিন মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার মনফর আলীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে জালালাবাদ থানা পুলিশ। তবে আদালতে ছুটির দিন হওয়ায় শুনানি হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জালালাবাদ থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় পাঁচ দিন, চাঁদাবাজি মামলায় তিন দিন ও পুলিশ এসল্ট মামলায় দুই দিনের রিমান্ড দেয়া হয়।

গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইউনিয়নের কুঁরিরগাঁও বাজার থেকে বিদেশি অস্ত্র এবং সাত রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মনফর আলীর বিরুদ্ধে জালালাবাদ থানায় চাঁদাবাজি ও পুলিশ এসল্টের ১০টি মামলা রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনফরের শাস্তির দাবি জানিয়েছেন।

 

সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়