ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিকশা ধর্মঘটে ইজিবাইকের পোয়াবারো!

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিকশা ধর্মঘটে ইজিবাইকের পোয়াবারো!

খুলনায় অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশার ধর্মঘট শুরু হওয়ায় বিষয়টি শাপে বর হয়ে দেখা দিয়েছে ইজিবাইক চালকদের জন্য। তাদের এখন পোয়াবারো।

একদিকে অতিরিক্ত ইজিবাইকে শহরে অরাজকতা, অপরদিকে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছেন তারা।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্তৃক নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশা ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে বিভাগীয় নগরী খুলনায় যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বাড়তি ভাড়া দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে টেম্পু, মাহেন্দ্র ও ইজিবাইকে। আবার বাহনের অভাবে পায়ে হেঁটেও অনেককে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

আব্দুস সালাম নামের এক যাত্রী রাইজিংবিডিকে বলেন। ‘ধর্মঘটের কারণে ব্যাটারিচালিত রিকশা বন্ধ হয়ে যাওয়ায় ইজিবাইকে বেশি ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আর পায়ে চালিত রিকশা তো পাওয়াই যাচ্ছে না।’

মো. কামরুজ্জামান নামের এক যাত্রী রাইজিংবিডিকে বলেন, ‘অসুস্থ শিশু কন্যাকে নিয়ে শিশু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোন রিকশা পাইনি। যে কারণে নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই ইজিবাইকে উঠতে হয়েছে।’

এদিকে, সকাল থেকে দুপুর পর্যন্ত রিক্সা চালকরা নগরীর সাত রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বাড়ির সামনে বেশ কিছু সময় অপেক্ষা করেন। এরপর জাতিসংঘ পার্ক হয়ে মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ব্যাটারি চালিত রিকশাচালক-মালিক ঐক্য পরিষদের খুলনা মহানগর সহ-সভাপতি সেলিম শিকদার রাইজিংবিডিকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রতিবাদে আমাদের ধর্মঘট চলছে। ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের জন্য ইতিমধ্যে আমরা কেসিসি মেয়র, জেলা প্রশাসক ও ওয়ার্ড কাউন্সিলরদের কাছে স্বারকলিপি পেশ করেছি।’



খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়