RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

৩০০ লিটার ফরমালিনসহ চোরাকারবারী আটক

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০০ লিটার ফরমালিনসহ চোরাকারবারী আটক

ভারত থেকে অবৈধ পথে আনা ৩০০ লিটার ফরমালিনসহ সাতক্ষীরার কুলিয়া থেকে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দত্তডাঙা এলাকার সুরমা হ্যাচারি থেকে ফরমালিনসহ তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম কাশেম আলী ফকির। তিনি দেবহাটা উপজেলা চালতেতলা এলাকার জামির আলী ফকিরের ছেলে।

ডিবি পুলিশ জানায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দত্তডাঙা এলাকার সুরমা হ্যাচারিতে ভারত থেকে অবৈধ পথে আনা ৩০০ লিটার ফরমালিন মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। সে সময় ওই হ্যাচারির রান্না ঘর থেকে ৩০০ লিটার ফরমালিনসহ আটক করা হয় কাশেম আলী ফকিরকে।

ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক কাশেম আলী ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


সাতক্ষীরা/শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়