ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধান শিক্ষকের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধান শিক্ষকের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

রংপুরের বদরগঞ্জে মামলার খরচ না দেয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী এক শিক্ষিকাকে মারধর করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে একই এলাকার এক ব্যক্তির সাথে। এনিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে একাধিক মামলার সূত্রপাত হয়। মামলার খরচ জোগান দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা।

ঘটনার দিন মামলার নির্ধারিত তারিখ ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদালত থেকে ফিরেই সহকারী শিক্ষক আলফা জাহান লিলিকে অফিস কক্ষে ডেকে নেন এবং মামলার খরচ না দেয়ায় অকথ্য ভাষায় গালাগালের এক পর্যায়ে মারধর করতে থাকেন। এসময় নিজেকে রক্ষায় ওই শিক্ষিকা চিৎকার করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ওই শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার শিকার সহকারী শিক্ষক আলফা জাহান লিলি জানান, আদালতের নির্দেশে আমরা জামিনে আছি। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে টাকা দেয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধু এবার নয়, এর আগে সহকারী শিক্ষক মনিরা খাতুনের সঙ্গেও এমন আচরণ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অশালীন আচরণে আমাদের দায়িত্ব পালন করাই দায় হয়ে পড়েছে।’ 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইবনে মিজান বলেন, ‘মারপিটের বিষয়টি সঠিক নয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ওই শিক্ষিকা মাটিতে পড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘বিদ্যালয়ের জমিজমা নিয়ে মামলা চলছে । এসব মামলার খরচ আমাদেরই চালাতে হয়। তাই ওই শিক্ষিকার কাছে মামলার খরচের টাকা চেয়েছিলাম। বিষয়টি আপোষ করার চেষ্টা চলছে।’ 

উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমনি সাঈদ বলেন, ‘বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি দ্রুত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

রংপুর/নজরুল মৃধা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়