ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে পোষাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে পোষাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে হেমায়েতপুরে অবনি নিট ওয়্যায় লি. নামে পোষাক কারখানার গুদাম ঘরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুর ৩টার দিকে হেমায়েতপুরের নাজীমনগড় এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, দুপুরে কারখানার গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি, পরে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

এদিকে আগুনের সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা ছুটে গেলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি কারখানার নিরাপত্তা কর্মীরা। এমনকি কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে খারাপ ব‌্যবহার করেন বলেও অভিযোগ গণমাধ্যমকর্মীদের।

 

সাভার, ঢাকা/সাব্বির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়