ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতালে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগ চরমে

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগ চরমে

ঝালকাঠি সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পরেছেন রোগী, রোগীর স্বজন, চিকিৎসক এবং কর্মচারীরা।

শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগী ও তাদের স্বজনরা বালতিতে করে দূর থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ করছেন।

বৃহস্পতিবার সকালে মাটির নিচে পাম্পের পাইপ ফেটে যায়। এরপর হাসপাতালসহ আবাসিক চিকিৎসকদের ভবনেও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনদিন পানি না থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে হাসপাতালের টয়লেট। অনেকে আবার বাসায় গিয়ে গোসল, টয়লেটসহ প্রয়োজনীয় কাজ সেরে হাসপাতালের বেডে এসে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু বেশি অসুস্থ রোগীরা অসহায় হয়ে পড়েছেন।

এছাড়া আবাসিক চিকিৎসক ভবনে পানি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক চিকিৎসকসহ তাদের পরিবার।

চিকিৎসা নিতে আসা আবুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘হাসপাতালে পানি না থাকায় গোসল ও টয়লেটসহ প্রয়োজনীয় কাজ সারতে খুব সমস্যা হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান না করলে হাসপাতালে থাকা অসম্ভব।’

সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, পানির পাম্পের সমস্যা দেখা দেয়ার পরপরই বিষয়টি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা এই সমস্যা দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন।


ঝালকাঠি/অলোক সাহা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়