ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঘিরে রাখা লাগেজ থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

ময়মনসিংহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘিরে রাখা লাগেজ থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে পড়ে থাকা লাল রংয়ের একটি লাগেজ থেকে যুবকের হাত পা বিহীন দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা করেছে বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে বলে ধারণা করছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, নগরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি। রোববার রাত ৮টা থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। সেই সঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দুরত্বে থাকতে বলা হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাবের সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিট আসার পর লাগেজ থেকে লাশ উদ্ধার করে। লাশ দেখে বুঝা যাচ্ছে এটি ঠান্ডা মাথার খুন। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

** বোমা সন্দেহে ‘লাগেজ’ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী



ময়মনসিংহ/মিলন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়