ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই ইয়াবা পাচারকারীকে ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ইয়াবা পাচারকারীকে ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই পাচারকারীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।  

সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ (প্রথম) সৈয়দ মোহাম্মদ ফাখরুল আবেদিন এ আদেশ দেন। রামু হাইওয়ে থানার দায়েরকৃত মামলার দীর্ঘদিন শুনানী শেষে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খালির মৃত আবুল হাশেমের ছেলে মো. জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. ফোরকান (২১)। রায় প্রদানকালে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ‍সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে তিন হাজার ইয়াবাসহ মো. জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় জিআর-৪৪১/১৭ মামলা দায়ের করেন। যার এসটি মামলা নং -৫৪১/১৮। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়