ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৭, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের মীরেরবাজার নারায়ণকুল এলাকার সুতা তৈরির একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে আল রাজী নামের সুতা তৈরির ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান রাইজিংবিডিকে জানান, সকালে নারায়ণকুল এলাকার আল রাজী সুতার কারখানায় আগুন লাগে। গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনের দুই ও কালিগঞ্জ ফায়ার স্টেশনের এক ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুনে সুতা, তুলা এবং মেশিন পুড়ে গেছে। সুতা তৈরির মেশিনে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গাজীপুর/হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়