ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাবাকে খুন করে ৯৯৯-এ ফোন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবাকে খুন করে ৯৯৯-এ ফোন

গাজীপুরের শ্রীপুরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা মো. ওয়াদুদ বাবুল (৫৫)।

বাবাকে হত‌্যা করে ছেলে এমরান হাশমিত রাতুল (২৫) ফোন করেন ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯-এ। খবর দেন পুলিশকে।

সোমবার রাত ১টার দিকে শ্রীপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াদুদ বাবুল স্থানীয় প্রাথমিক বিদ‌্যালয়ের শিক্ষক। আর ছেলে ঢাকায় একটি কলেজে অনার্স‌ পড়ছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘রাত ১টার দিকে নিজ বাড়িতে টাকা-পয়সা নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে রাতুল উত্তেজিত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। পরে তিনি নিজেই ৯৯৯-এ কল দেন।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রাতুল নিজেই পুলিশের গাড়ির কাছে আসেন। তিনি বাবাকে রড দিয়ে আঘাত করার কথা জানান। আমরা তাকে আটক করি।’

এসআই আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রাতুল মানসিক রোগী। এর আগে তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


গাজীপুর/হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়