RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

নিরাপদ সড়কের দাবিতে সাভারে র‌্যালি-সমাবেশ

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ সড়কের দাবিতে সাভারে র‌্যালি-সমাবেশ

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়- এই স্লোগানকে ধারণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাভারে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ আশুলিয়া শাখার উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে একটি র‌্যালি বের হয় । র‌্যালিতে নেতৃত্ব দেন সদস্য সচিব মোঃ মোবারক হোসেন শাকিল। এসময় র‌্যালি থেকে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরে বাইপাইল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তারা নিরাপদ সড়কের দাবি জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতন থাকারও আহ্বান জানান।

এ ছাড়া সাভার হাইওয়ে থানার উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিতে গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকি অংশ নেন।   


সাভার/ আরিফুল ইসলাম সাব্বির/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়