ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহীতে সড়ক নিরাপত্তা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে সড়ক নিরাপত্তা দিবস পালন

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সহায়তায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিআরটিএ।

দিবসটি উপলক্ষে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, সিভিল সার্জন ডা. মীজানুর রহমান, বিআরটিএর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শেখ আশরাকুর রহমান, সড়ক ও জনপথের (সওজ) রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামশুজ্জোহা ও নিরাপদ সড়ক চাই এর জেলা শাখার সভাপতি তৌফিক আহসান টিটু।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম প্রমুখ।

এর আগে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।


রাজশাহী/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়