ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে ২ জেলে আটক

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে ২ জেলে আটক

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালান হয়।

আটককৃতদের মধ্যে এক জেলেকে এক বছরের কারাদণ্ড ও অপরজনকে ৫০০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী।

জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে সুগন্ধা নদীতে এ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করে।  জব্দকৃত জাল ডিসি পার্কে পুড়িয়ে ফেলা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী রাইজিংবিডিকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাছ ধরা বন্ধে আমরা প্রশাসনের পক্ষ থেকে তৎপর আছি।

 

ঝালকাঠি/অলোক সাহা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়