ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাগেরহাটে তুলার ২টি গুদামে অগ্নিকাণ্ড

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে তুলার ২টি গুদামে অগ্নিকাণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় তুলার দুটি গুদাম ও একটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের সাবরেস্ট্রি অফিস সংলগ্ন দোকানগুলোতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও বাগেরহাটের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে মুসা হাওলাদারের ফার্নিচারের দোকান; লেপ তোশক ব্যবসায়ী কুদ্দুস তালুকদার তুলার গুদাম ও কামাল খলিফার তুলার গুদাম পুড়ে গেছে। এতে ঘর মালিক রেজাউল করিম খানসহ ওই তিন ব্যবসায়ীর কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘর মালিককে তিন বান্ডিল টিন ও নয় হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।


বাগেরহাট/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়