ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় একজনের মৃত‌্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় একজনের মৃত‌্যুদণ্ড

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বান্ডেল রোড এলাকার ডাবল মার্ডার মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামি মোহাম্মদ সোলায়মানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন জানান, ২০০৯ সালের ১৮ আগস্ট নগরীর বান্ডেল রোডের বাসায় খুন হন ৭০ বছর বয়সী বৃদ্ধা নুরজাহান বেগম ও তার গৃহকর্মী পপি। তাদের বাসা থেকে ৩ ভরি ৮ আনা স্বর্ণ ডাকাতি করে নিয়ে যান খুনি। এ ঘটনায় নুরজাহানের ছেলে ফারুক হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন।

পুলিশ পরে এই হত্যায় জড়িত সোলায়মানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়