ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেহেরপুরে ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডে যুবক আটক

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরে ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডে যুবক আটক

ধর্মীয় উস্কানি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে মেহেরপুরের গাংনীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মাসুম বিল্লাহ (২৩) । তার বিরুদ্ধে রোববার রাতেই গাংনী থানার এস আই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মাসুম বিল্লাহ গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মকলেচুর রহমানের ছেলে।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমনাত্মক ভাষায় রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন, জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করে প্রোপাগান্ডা এবং ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদের শাসন চলছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ জানান, মাসুম বিল্লাহকে তার শ্বশুর নুরালের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে ল্যাপটপ মোবাইলই জব্দ করা হয়েছে।


মেহেরপুর/ জাকির হোসেন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়