ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শুদ্ধি অভিযান চলবে : সেতুমন্ত্রী

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুদ্ধি অভিযান চলবে : সেতুমন্ত্রী

‘দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চলছে এবং তা চলবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছে। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারা দেশে।’

বুধবার দুপুরে ভোলায় চরফ্যাশন-বেতুয়া সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে না আসবে, ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোনো বিরতি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শুধু ঘর নয়, নিজেদের আত্মীয়-স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোনো রাঘববোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানে কোনো শিথিলতা নেই।

পরে চরফ্যাশন উপজেলা সদরের ঈদগাহ মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।

 

ভোলা/ফয়সল বিন ইসলাম নয়ন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়