ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বগি লাইনচ‌্যুত হওয়ার নয় ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইনচার্জ আব্দুর রহিম মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ফাতেমানগর রেলস্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনে আটকা পড়ে।

রাতে দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। নিকটবর্তী স্থানের যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে গেলেও দূরের যাত্রীরা ভোগান্তির শিকার হন।

 

ময়মনসিংহ/মাহমুদুল হাসান মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়