RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০২ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৮ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ধলা-শিবগঞ্জ রোডে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহজাহান যশরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, ধলা-শিবগঞ্জ রোডে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান শাহজাহান। ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন‌্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ময়মনসিংহ/মাহমুদুল হাসান মিলন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়