RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা

ঠাকুরগাঁওয়র হরিপুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।

আজ বুধবার সকাল ১০টা থেকে আগামী ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বলবত থাকবে। এর ফলে সেখানে জমায়েত হওয়া, সমাবেশ করা যাবে না।

পুলিশ জানায়, সকাল ১১টায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপদা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপ সকাল থেকে এলাকায় অবস্থান নেয়; যা সংঘর্ষে রুপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কিছু দিন আগে কমিটির অনুমোদন ছাড়াই নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করায় দলে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ও বহরমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, বর্ধিতসভা হবে কাদের নিয়ে? যদি ত্যাগী নেতারা বাদ পড়েন, তাহলে বর্ধিতসভা হতে দেয়া হবে না। দীর্ঘ দিন ধরে যারা আওয়ামী লীগের হাল ধরে আছে, তাদের বাদ দিয়ে বর্ধিতসভার আয়োজন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, সংঘর্ষের আশঙ্কায় ৯ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।


ঠাকুরগাঁও/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়