RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

ময়মনসিংহে নতুন সড়ক আইন বিষয়ে পুলিশের প্রচারণা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে নতুন সড়ক আইন বিষয়ে পুলিশের প্রচারণা

নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকালে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

পরে বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিআইজি ও পুলিশ সুপার। এ সময় নতুন সড়ক আইনে কী আছে, এ বিষয়ে সচেতন করতে সবার হাতে তুলে দেয়া হয় লিফলেট।

নিবাস চন্দ্র মাঝি বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকে অবগত নন। তাই এ আইন সম্পর্কে আগে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, আল-আমীন, কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ।


ময়মনসিংহ/মাহমুদুল হাসান মিলন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়