RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তের ওপারে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সুমন (২৫) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  সীমান্তের পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলার থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ভারতের শিলগেইট এলাকায় বিএসএফ গুলি ছোঁড়ে। ভারতীয় আত্মীয় সূত্রে খবর পেয়ে স্থানীয়রা জানায় গুলিতে এক বাংলাদেশি গরু চোরাকারবারী নিহত হয়েছে। তার লাশ হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তবে নিহতের স্বজনদের দাবি , বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভেতরে থাকা অবস্থায় গুলি করে সুমনকে হত্যা করেছে।

 

ঝিনাইদহ/রাজিব হাসান/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়