RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০২ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৮ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

তাবলীগ জামাতের ১৪ সদস্যকে ডাল-ভাত খাইয়ে অচেতন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবলীগ জামাতের ১৪ সদস্যকে ডাল-ভাত খাইয়ে অচেতন

নোয়াখালীর কবিরহাটে তাবলীগ জামাতের ১৪ সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুদিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১৫জন সদস্য ভূঞারহাট মসজিদে আসে। বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়ার পর সবাই অচেতন হয়ে পড়ে। এ ঘটনার পরপর ওই জামাতের সদস্য ময়মনসিংহের রুবেল পলাতক রয়েছে।

স্থানীয়রা সকালে অসুস্থ ১৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী সদস্যরা জানান, পলাতক রুবেল তাদের সফরসঙ্গী ছিল। সে গতকাল রাতে সবাইকে ভাতের সাথে ডাল খাইয়েছিল। তাদের ধারণা ডালের সাথে অচেতন করার কোনো ওষুধ  খাইয়ে দেওয়া হয়েছিল। পলাতক রুবেল তাবলীগ জামাতের সাদ গ্রুপের সদস্য বলে দাবি করেন তারা।

 

নোয়াখালী/সুজন/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়