ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড়

বেড়েছে সাগরের উচ্চতা, মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েছে সাগরের উচ্চতা, মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনায় ৭ নং বিপদ সংকেত জারি করা হয়েছে। দূর্যোগপ্রবন এ জেলার মানুষ ঝড়ের আগমনি বার্তায় সতর্ক অবস্থানে রয়েছেন। বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্ভব সব প্রস্ততি নিয়েছে।

ঘূর্নিঝড়ের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বরগুনা পাউবোর গেজ রিডার মোহাম্মদ মাহতাব জানান, সকাল সাড়ে ন'টায় জোয়ারের সর্বোচ্চ পানি ছিল ১.৮ মিটার। রাত ১০.৩০ এর দিকে তা বেড়ে প্রায় ৩ মিটার হয়েছে।    

বরগুনার জেলা প্রশাসক  মোস্তাইন বিল্লাহ রাইজিংবিডিকে জানান, বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে। এছাড়াও পর্যাপ্ত খাবার মজুদ আছে।

সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন জানান, মেডিকেল টিমগুলোকে প্রস্তত রাখা হয়েছে। পাশাপাশি দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষে ওষুধ  ও অন্যান্য সামগ্রীসহ ৪২ টি টিম প্রস্তত রাখা হয়েছে।  

বরগুনার কমিউনিটি রেডিও লোকবেতার ২৪ ঘন্টা সম্প্রচার চালাবেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানিয়েছেন, জেলায় ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। যারা দ্রুত রেসপন্সে মাঠ পর্যায়ে কাজ করবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানিয়েছেন, দ্রুত ত্রান সহায়তার জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। এ ছাড়াও সচেতনায় কাজ করছেন তারা।

বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মামুনুর রশিদ জানিয়েছেন, বরগুনা থেকে সকল রুটের নৌচলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী দুটো লঞ্চ ঘাঁটে নোঙর করে রাখা হয়েছে। পাশাপাশি আভ্যন্তরীণ রুটে সকল নৌযান বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বেশীর ভাগ ট্রলারই পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। বঙ্গোপসাগরে যারা ছিলো, তারাও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।

এছাড়া ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে সাত নম্বর বিপদ সংকেত এর বার্তা প্রচার করছে জেলা পুলিশ।

চার প্রচারণা ও ও দুর্গম এলাকায় লোকজনদের নিরাপদ আশ্রয় সাইক্লোন শেল্টারে আসার জন্য মাইকিং করছে রেড ক্রিসেন্ট সিপিপি সদস্যরা।
 

বরগুনা/রুদ্র রুহান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়