ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘বুলবুল‘ এর আঘাত পরবর্তী দূর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে দেশের সশস্ত্র বাহিনী।

শনিবার দুপুরে আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দেশের সকল সেনানিবাস, ঘাঁটি, জাহাজ ও হেলিকপ্টারসমূহ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যায় বাগেরহাটে আঘাত করার সময় কমপক্ষে ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার বা তার বেশি থাকতে পারে।

সন্ধ্যায় উপকূল অতিক্রম করা শুরু করলে, ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে এটা উপকূল অতিক্রম করে যাবে। এরপর এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে বরিশাল, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এবং ভারী বৃষ্টিও হতে পারে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়