ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলোকিত হলো ২৭২ সাঁওতাল পরিবার

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোকিত হলো ২৭২ সাঁওতাল পরিবার

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম পাঁচপুকুরিয়ার ২৭২ সাঁওতাল পরিবার বিদ‌্যুতের আলোয় আলোকিত হয়েছে।

রোববার বিকেলে সাড়ে ৫টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে গ্রামের ২৭২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মজিবুল হক জানান, এখানে প্রায় ৮০ ভাগ আদিবাসী সাঁওতাল পরিবার বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ছিল।

এখানে এক কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬.৭৬ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়। এর ফলে পাঁচপুকুরিয়া গ্রামের ২৭২ পরিবারে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন শতভাগ বিদ্যুৎতায়ন সম্পন্ন হল।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শামীম আক্তার, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, বঙ্গবন্ধু সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদুর রহমান, আদিবাসী জয়িতা শান্তি কুজোসহ অন্যান্যরা।


পার্বতীপুর/সোহেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়