RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাকারবারীদের গুলিতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।  

বিজিবির সদস্যরা হলেন - সিপাহী মিথুন জয়, সিপাহী ফরিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় চোরাকারবারীরা মাদকসহ বিভিন্ন পন্য আনার সময় বিজিবিকে দেখে তারা গুলি ছুড়ে, এ সময় বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হলেও চোরাকারবারিদের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মন্জুরুল হাসান খান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে আহতদের মধ্যে মিথুন জয়কে কক্সবাজারে রামু সিএমএইচ এবং ফরিদকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে  নেওয়া  হয়েছে বলে জানা যায়।
 

বান্দরবান/এস বাসু দাশ/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়