ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার ৮ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে নেয়ার পর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রেল যোগাযোগ শুরু হয়।

তবে এর আগে সকাল ৭টায় নির্ধারিত শিডিউলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস। এছাড়া দুর্ঘটনাকবলিত সিলেটের উদয়ন এক্সপ্রেস ট্রেনটিও ৯টি বগি নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ রাইজিংবিডিকে জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্থ বগিসমূহ সরিয়ে লাইন মেরামতের পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছাড়া অন্যান্য ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সকাল ৯টায় নির্ধারিত সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ১১টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল  ইসলাম বলেন, ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃতদেহ ওখানকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রয়েছে। তিনজনের মৃতদেহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুইজনের ব্রাহ্মণবাড়িয়া ও একজনের কুমিল্লায় রয়েছে।

তিনি আরো বলেন, ভোরের দিকে উদ্ধারকাজ শেষ হয়ে গেছে। এখন আর সমস্যা নেই । বেলা সোয়া এগারোটার দিকে রেল চলাচল শুরু হয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়