ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তুর্ণা নিশীথার দুই চালক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুর্ণা নিশীথার দুই চালক সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে তুর্ণা নিশীথা এক্সপ্রেসের দুইজন চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ দুর্ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রেলদুর্ঘটনায় একাধিক তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে তুর্ণা নিশীথা এক্সপ্রেসের দুইজন চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

সোমবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা আর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


চট্টগ্রাম/রেজাউল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়