ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে দুই দিনব্যাপী সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা ও স্যানিটেশন বিষায়ক কর্মশালা হয়েছে।

প্রাকটিক্যাল অ‌্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, মর্যাদাপূর্ণ জীবন প্রকল্পের উদ্যোগে এবং কর্মজীবী নারীর বাস্তবায়নে সোমবার ও মঙ্গলবার বাগেরহাট পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা হয়।

কর্মশালায় বাগেরহাট পৌরসভায় সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা ও শহরব্যাপী ওয়াশ সেবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।  কর্মশালায় পৌর এলাকার বর্জ্য থেকে কিভাবে সার, বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। পাশাপাশি পৌর এলাকার বর্জ্যকে সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে কিভাবে বিভিন্ন সম্পদ রুপান্তরিত করা যায় সে বিষয়ে গ্রুপওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণ অংশ নেয়া পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন প্রাকটিক্যাল অ‌্যাকশনের সিনিয়র অফিসার ধিমান হালদার। এ সময় পৌর কাউন্সিলর শাহনেয়াজ মোল্লা দোলন, ফারুক তালুকদার, সরদার নাসির উদ্দিন, শেখ মাসুম, তানিয়া খাতুন, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম মিঠু, জমশেদ আলীসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীসহ মোট ৩০ জন সদস্য অংশ নেন।

প্রশিক্ষণ শেষে পৌর কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


বাগেরহাট/টুটল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়