ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সুন্দর আগামী বির্নিমাণে উগ্রবাদকে না বলতে হবে’

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুন্দর আগামী বির্নিমাণে উগ্রবাদকে না বলতে হবে’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেছেন, সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমাণে উগ্রবাদকে না বলতে হবে। আর সচেতন শিক্ষার্থীরাই পারবে উগ্রবাদ দূর করতে।

বুধবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইনে শহীদ আর. আই এম বি এম আবদুল হালিম মিয়নায়তনে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে সেমিনারে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। 

এ সময় তিনি বলেন, পুথিবীতে যুগে যুগে যত ধর্মের বাণী প্রচার করা হয়েছে, তাতে মানবতার মুক্তির কথা বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে। কখনোই কোনো ধর্মে উগ্রবাদের স্থান হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। 


কুমিল্লা/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়