ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ১০ মামলার আসামি ও মাদক ব‌্যবসায়ী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে জেলার মহেশপুর উপজেলার জুগিহুদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ধারালো ছোড়া উদ্ধার করা হয়েছে। তিনি একই উপজেলার পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল ব্যাপারীর ছেলে।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, ১০ মামলার আসামি মনির মাদকের চালান নিয়ে মহেশপুর জুগিহুদা থেকে উপজেলা শহরে নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভোরে অভিযান চালায় পুলিশ। এসময় মনির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ছোড়া দিয়ে আক্রমণ চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মনির পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে ফেনসিডিল, ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

 

ঝিনাইদহ/রাজিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়