ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বুলবুলে মৎস্য ঘেরে সাড়ে ১০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলবুলে মৎস্য ঘেরে সাড়ে ১০ কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সাতক্ষীরার মৎস্য ঘের সংশ্লিষ্টরা।

দমকা হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টি নিয়ে সাতক্ষীরার উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনিসহ সাতক্ষীরার সাত উপজেলাই লণ্ডভণ্ড হয়। শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে তাণ্ডব চলে রোববার দুপুর পর্যন্ত। এ সময় এখানকার মাছের ঘেরগুলো পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

বুলবুলের তান্ডবে সাড়ে ১০ কোটি টাকার উর্ধ্বে বাগদা, গলদা ও রুই প্রজাতির মাছ ভেসে গেছে। ফলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ঘের ব্যবসায়ীরা।

সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ জানায়- সরকারি হিসেবে এ জেলায় ছোট বড় মিলিয়ে ৫৫ হাজার ১ শত ২২টি ঘের রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ৫ হাজার ১৭টি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ফলে বাগদা, গলদা ও রুই জাতীয় ৪১৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ১০ কোটি  টাকা।

তালা উপজেলার প্রসাদপুর গ্রামের প্রান্তিক মৎস্য চাষি মো.ফজর আলী বলেন, ‘দুই বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে ছিলাম ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে সব একাকার হয়ে গেছে। আমার মতো অনেকেই এখন পথে বসে গেছে।’

তালা উপজেলা সদরের ঘের ব্যবসায়ী জি.এম গোলাম রসুল জানান, তার ৫শ বিঘা ঘের ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে শেষ হয়ে গেছে। এমন হাজার হাজার বিঘা ঘের নিমেশেই ভাসিয়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় বুলবুল। তাই বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তার মতো অনেক ঘের ব্যবসায়ী।

তিনি জানান, ঘের ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক, এনজিও এবং দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মৎস্য চাষ করেও এখন বিপাকে পড়েছে।

সাতক্ষীরা জেলা চিংড়ি ঘের ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.আবুল কালাম বাবলা জানান, বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত চাষিদের ঘুরে দাঁড়াতে হলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ দেওয়া জরুরী।


সাতক্ষীরা/ শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়