ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ১১৮ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ১১৮ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে ১১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় চার জন মাঝিকে আটক করা হয়।

সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের কোস্টগার্ডের স্টেশনে আনা হয়।

টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান,  সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দূরে সাগরে মানুষভর্তি একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয় জেলেরা। এরপর তারা বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ লোকগুলোকে উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তারা সবাই দালাল চক্রের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা সোহেল রানা জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে গত ১১ নভেম্বর রাতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ট্রলারে ওঠে। এরপর দুই দিন ট্রলার চালিয়ে বৃহস্পতিবার দুপুরে তা বিকল হয়ে পড়ে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৪টি শিশু, ৫৮ জন নারী ও ৪৬ জন পুরুষ।

ট্রলার থেকে বাংলাদেশি চার মাঝিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ দালাল কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তথ্য সংগ্রহ করার পর রোহিঙ্গাদের টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়