ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারি রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারি রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারি এক রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ছুরি খালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান।

নিহত নুর কবির (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ মোতালেবের ছেলে।

লে. কর্নেল ফয়সল বলেন, ‘ভোরে টেকনাফের লেদা এলাকার ছুরি খাল তীরে মাটি খুঁড়াখুঁড়ি অবস্থায় ৩/৪ জন লোককে দেখতে পায় বিজিবির একটি টহলদল। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে মাদক পাচারকারিরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। গোলাগুলি থামার পর অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে এক জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি।’

বিজিবির অধিনায়ক বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

 

কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়