ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুনে সৈয়দ নজরুল ইসলাম সেতু খুলে দেয়া হবে

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুনে সৈয়দ নজরুল ইসলাম সেতু খুলে দেয়া হবে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদের উপর নির্মাণাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু সর্বসাধারণের চলাচলের জন্য আগামী জুনে উন্মুক্ত করা হবে।

শুক্রবার দুপুরে সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এ সব কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিবুর রহমান মহিব, বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, পটুয়াখালী জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল হুদা, সেতু প্রকল্প পরিচালক রুহুল আমিন প্রমুখ।

২০১৩ সালের ১৯ নভেম্বর সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯০ কোটি টাকা ব্যয় র্নিধারণ করে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর।

ইতিমধ্যে সেতুর ৮২ ভাগ কাজ শেষ হয়েছে। 


কলাপাড়া (পটুয়াখালী)/মো. ইমরান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়