RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১০ ১৪২৭ ||  ০৮ রবিউল আউয়াল ১৪৪২

ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ

ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র নয়ন চন্দ্র নাথকে বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে।

নয়নের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ।

নয়নের বন্ধু মো. ওয়াকিফ উল আলম জানান, বেশ কিছু দিন নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার ইচ্ছে ছিল সার্জন হওয়ার কিন্তু আঙ্গুলে সমস্যা থাকার কারণে সার্জন হতে পারবে না- এটা জানার পর থেকে মূলত নয়ন বিপর্যস্ত হয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। তিনি তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যান।  

নিখোঁজ নয়নের ভাই উত্তম কুমার নাথ জানান, খবর পেয়ে তারা ফরিদপুরে এসেছেন। সব জায়গায় খুঁজছেন। বিয়ষটি অপহরণ নাকি নিজ থেকে আত্মগোপন- তা তারা বুঝতে পারছেন না।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার নয়নের পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষায় অংশ নেয়নি। দুপুর ১টার দিকে ছাত্ররা তাকে জানায়- নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ছাড়াও কলেজের নিজস্ব জনবল দিয়ে তাকে খোঁজা হচ্ছে।


ফরিদপুর/মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়