ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে একটি পেঁয়াজ ৪০ টাকা!

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে একটি পেঁয়াজ ৪০ টাকা!

হবিগঞ্জের হাট-বাজারে বড় আকারের একটি পেঁয়াজের দাম এখন  ৩০ থেকে ৪০ টাকা।

বড় আকারের এই পেঁয়াজ আমদানি হচ্ছে ভারত, চীন ও মিয়ানমার থেকে। লাল বা কালচে লাল রঙের একেকটি পেঁয়াজের ওজন ২০০- ২৫০ গ্রাম পর্যন্ত। এ রকম তিন থেকে পাঁচটি পেঁয়াজের ওজন এক কেজি। 

জেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি পেঁয়াজের ওজন ২০০-২৫০ গ্রাম করে। এ পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়।  জেলার হাওর, পাহাড় ও গ্রামাঞ্চলে ছোট আকারের প্রতি কেজি পেঁয়াজ ২৩০ টাকায় এবং শহরে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা শহরের বাসিন্দা শাকিল চৌধুরী শুক্রবার দুপুরে দুই কেজি পেঁয়াজ ৪০০ টাকায় কিনেছেন। 

হাওর, পাহাড় ও গ্রামের দোকানিরা শহরের পাইকার থেকে পেঁয়াজ কিনে গ্রামে নিয়ে বিক্রি করেন। পরিবহন খরচ এবং মুনাফার কারণে শহরের চেয়ে ২০-৩০ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।

চুনারুঘাট পাহাড়ের লালচান্দ চা বাগান এলাকার বাসিন্দা সুমন মিয়া বলেন, দাম বাড়ায় চা বাগানের বাজারে অনেক দোকানে পেঁয়াজ নেই। দু-একটি দোকানে কিছু পেঁয়াজ থাকলেও প্রতি কেজি ২২০ টাকায় বিক্রয় হচ্ছে। দাম বাড়ায় স্থানীয় অনেকে পেঁয়াজ খাওয়াই ছেড়ে দিয়েছেন।  

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের রায়হান মিয়া জানান, রশিদপুর বাজার থেকে ভালো মানের এক কেজি ছোট আকারের পেঁয়াজ ২৩০ টাকায় কিনেছেন। 

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, শনিবার সকাল থেকে জেলা ও উপজেলার বাজারে মনিটরিং টিম পাঠানো হবে।  


হবিগঞ্জ/মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়