ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পেঁয়াজ প্রসঙ্গে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজ প্রসঙ্গে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাজার মনিটরিং জোরদার করার দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখা শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বাজার মনিটরিং জোরদার করার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। বক্তব্য দেন- মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি ফেরদৌস জামিল টুটুল, নগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

তারা বলেন, ‘পেঁয়াজের সিন্ডিকেট সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় অন্য দ্রব্যগুলোরও দাম বাড়ছে। এখন মানুষ বাজারে গেলে নাজেহাল হন। ’

বক্তারা বলেন, ‘কিছুদিন আগে রাজশাহীর বাজারে প্রশাসন লোকদেখানো অভিযান চালালো। বললো, ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে গ্রেপ্তার করা হবে। আজ সাহেববাজারে ২৫০ এবং অন্যস্থানগুলোতে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। মন চাইলেই ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। এতে সরকারের বদনাম হচ্ছে। মানুষের মনে অসন্তোষ বিরাজ করছে। তাই আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাই। সেইসঙ্গে নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাই। তা না হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামবে।’

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পান্না। কর্মসূচিতে পার্টির নগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাঈদ চৌধুরী, আবদুল মতিন, নাজমুল করিম অপু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক অসিত পাল, নগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, নারী মুক্তি সংসদের জেলার সাধারণ সম্পাদক শাহিনা বেগম, নগর ছাত্রমৈত্রীর সভাপতি জুয়েল খান, সাধারণ সম্পাদক সম্রাট রায়হানসহ ওয়ার্কার্স পার্টি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজশাহী/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়