ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীর শীতলাবাড়িতে নবান্ন উৎসব

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীর শীতলাবাড়িতে নবান্ন উৎসব

অগ্রহায়ণের প্রথম দিন সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজারদী গ্রামে শীতলাবাড়িতে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব।

জেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানজুড়েই জেগেছিল প্রাণের সাড়া। এ পর্বে পরিবেশিত হয় একক, দলীয় সংগীত, নৃত্যসহ অন্যান্য গ্রামীণ পরিবেশনা। উঠান ভর্তি দর্শকদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও মুগ্ধতার মধ্য দিয়ে শেষ হয় মনোজ্ঞ এই আয়োজনটি।

উৎসবে প্রধান অতিথি বলেন, ‘হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি যেন হারিয়ে না যায় সেজন্য আমাদের শিকড়কে আঁকড়ে ধরে স্বপ্ন দেখতে হবে ও অন্যকে স্বপ্ন দেখাতে হবে।’

পুরো অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, স্থানীয় বিশিস্টজন গোলাম মোস্তাফা মিয়া ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

নরসিংদী/ গাজী হানিফ মাহমুদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়