ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক নেতারা।

রোববার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম মুন্সি, সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

সড়ক পরিবহন আইন-২০১৮ আজ রোববার থেকে দেশে পুরোপুরি প্রয়োগ শুরু করেছে ট্রাফিক পুলিশ বিভাগ। এই আইনে সড়কে আইন ভাঙলে যানবাহনের মালিক এবং চালককে মোটা অংকের টাকা জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।


সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়