ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সড়ক আইন সংশোধন দাবি

যশোর থেকে ১৮ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 যশোর থেকে ১৮ রুটে বাস চলাচল বন্ধ

ফাইল ফটো

সড়ক পরিবহন আইন-২০১৮ এর কিছু ধারা সংশোধনের দাবিতে যশোরের পরিবহন শ্রমিকরা রোববার দুপুর থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে যশোর থেকে ১৮ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নতুন সড়ক পরিবহন আইন আজ রোববার থেকে দেশে পুরোপুরি প্রয়োগ শুরু করেছে ট্রাফিক পুলিশ বিভাগ। এই আইনে সড়কে আইন ভাঙলে যানবাহনের মালিক এবং চালককে মোটা অংকের টাকা জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন জানান, যানবাহনের চালকরা কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে।

তিনি বলেন, এমন আইন করা হয়েছে, যা সন্ত্রাসীদের জন্য প্রযোজ্য। এই আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে, যা সংশোধন জরুরি। এই ব্যাপারে শুরু থেকে শ্রমিকরা আপত্তি জানিয়ে আসছে। সরকার সমাধানের উদ্যোগ না নেয়ায় সাধারণ শ্রমিকরা দুপুর থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় অনেক মানুষ বাস টার্মিনালে আটকা পড়েন।


যশোর/সাকিরুল কবীর রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়