ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চট্টগ্রামে আয়কর মেলায় ২৩৩ কোটি টাকা কর আদায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আয়কর মেলায় ২৩৩ কোটি টাকা কর আদায়

বন্দরনগরী চট্টগ্রামে আয়কর মেলায় ৪ দিনে ২৩৩ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৫২৭ টাকা কর আদায় হয়েছে। ২৬ হাজার ৮০৭টি রিটার্ন জমার বিপরীতে এই কর আদায় হয়।

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রোববার মেলার চতুর্থ দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৬৬৭ জন। কর সেবা নিয়েছেন ৪১ হাজার ৮০৩ জন।

মেলার চতুর্থ দিনে চট্টগ্রামের কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৫৭ জন; এর বিপরীতে কর আদায় হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ১২৮ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৬৩ জন।

কর অঞ্চল-২ এ ৭৫১টি রিটার্নের বিপরীতে ২৭ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৮৪০ টাকা আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭২ জন।

কর অঞ্চল-৩ এ ১ হাজার ৩৩০টি রিটার্ন দাখিলের বিপরীতে ১১ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৫৯৮ টাকা আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৫১ জন।

কর অঞ্চল-৪ এ ৭৯৭টি রিটার্নের বিপরীতে ১২ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৮৭৪ টাকা আয়কর জমা হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮১ জন।

এছাড়া, জরিপ রেঞ্জ-৩ এ ২৭টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ২২ লাখ ৮ হাজার ৬০১ টাকা। অন্যদিকে, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটিয়া ও লোহাগাড়ায় ১ হাজার ২২৮টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ৫০ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকা।

সপ্তাহব্যাপী আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে চলমান আছে। আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাচ্ছেন করদাতারা।


চট্টগ্রাম/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়