ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজ জেলায় কলকারখানা গড়ুন: শিল্পমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজ জেলায় কলকারখানা গড়ুন: শিল্পমন্ত্রী

বেকাররত্ব দূরিকরণের লক্ষ্যে বিত্তবানদের নিজ জেলায় শিল্প-কলকারখানা বৃদ্ধির আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রোববার বিকেলে কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার, শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প-কলকারখানা আরো আধুনিকায়ন করা হচ্ছে।

এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন শহরের কাস্টমস মোড়ে নির্মাণাধীন বিআরবির আধুনিক হসপিটাল এবং বিসিক শিল্পনগরীতে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান, এমডি সামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ সংশিষ্ট কর্মকর্তারা।


কুষ্টিয়া/কাঞ্চন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়