ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরীক্ষা শেষে না ফেরার দেশে লাজুক

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষা শেষে না ফেরার দেশে লাজুক

পিএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল লাজুক (১১)। ফেরা আর হলো না। ঘাতক ট্রাক বাসায় ফিরতে দিল না শিশুটিকে। ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল না ফেরার দেশে।

রোববার দুপুরে কিশোরগঞ্জ সদরের মারিয়া-বিন্নাটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেসময় মেয়েটি একটি ইজিবাইকে বসে ছিল।

নিহত লাজুক মারিয়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। চোখের সামনে এমন নির্মম ঘটনার সাক্ষী তার সহপাঠীরা শোকে পাথর হয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, লাজুকের পরীক্ষা কেন্দ্র ছিল স্বল্পমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিএসসির প্রথম পরীক্ষা দিয়ে একটি ইজিবাইকে করে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সে।

পথে মারিয়া এলাকায় ইজিবাইকটি থামিয়ে সহপাঠিরা একটি হোটেলে খেতে যায়। সেসময় লাজুক ইজিবাইকে বসে ছিল। কিছুক্ষণ পরে একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় লাজুক।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে। লাজুকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়